
নাটোর, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার চলনবিল এলাকায় দুই পাখি বিক্রেতাকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুর ১টায় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন পলাশী গ্রামের হাজামত আলী (৫৫) ও সাব্বির হোসেন (২২)।
এসময় পাখি বিক্রেতাদের কাছ থেকে ৫১টি জবাইকৃত বকপাখি উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।
জানা যায়, বুধবার ভোর রাতে সলঙ্গা এলাকায় ধান ক্ষেতে পাখি শিকারের বিশেষ ফাঁদ পেতে পাখিগুলো শিকার করা হয়েছে। পরে জবাই করে সিংড়ার গোডাউনপাড়ায় বাড়ি বাড়ি বিক্রির সময় তাদেরকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষে চলনবিলে প্রচুর পাখির সমাগম হয়। আর এ সময় পাখি শিকারিরা বিশেষ ফাঁদ পেতে পাখিগুলো শিকার করেন। আর এরই ধারাবাহিকতায় সলঙ্গা এলাকায় ধান ক্ষেতে বিশেষ ফাঁদ পেতে পাখিগুলো শিকার করা হয়। পরে জবাইকৃত বস্তা ভর্তি বক পাখিগুলো সিংড়া পৌরসভার গোডাউনপাড়ায় বাড়ি বাড়ি বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে দুই পাখি বিক্রেতাসহ বস্তা ভর্তি পাখিগুলো উদ্ধার করে প্রশাসনকে খবর দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, বিলের পাখি রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকেও পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় যথাযথ ব্যবয়া নেয়া হচ্ছে।