
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ভিসতার সহযোগিতায় আয়োজিত ‘ভিসতা-ডিআরইউ’ ক্রীড়া উৎসব-২০২৫ এর পুরুষদের অকশন ব্রীজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ (বাসস) ও অমিতোষ পাল (সমকাল) জুটি।
ফাইনালে এই জুটির কাছে হেরে রানার আপ হয়েছেন সমীর কুমার দে (ইত্তেফাক) ও শওকত আলী খান লিথো (বাংলাদেশ পোস্ট) জুটি। তৃতীয় স্থান অধিকার করেন সাঈদ শিপন (জাগোনিউজ টোয়েন্টি ফোর ডটকম) ও এনায়েত শাওন জুটি (দৈনিক কালবেলা)।
আজ বুধবার ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় ডিআরইউ’র ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূইয়া।