নরসিংদীতে অবৈধ তিন কারখানার কার্যক্রম বন্ধ

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৭:৩২
অবৈধ তিন কারখানার কার্যক্রম বন্ধ। ছবি : বাসস

নরসিংদী, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : নরসিংদীতে পরিবেশ দূষণকারী তিনটি অবৈধ কারখানায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একইসঙ্গে কারখানাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আজ বুধবার সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নরসিংদী সদর উপজেলা ও মাধবদী থানায় অবস্থিত তিনটি কারখানা বন্ধ করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানকালে প্রথমে মাধবদীর আনন্দীতে অবস্থিত জিয়াংসু জিনডিং স্টোরেজ কোং লি. কারখানার (ব্যাটারি থেকে সিসা প্রস্তুত) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাছে মিটার হস্তান্তর করা হয়। পরে কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

এরপর বিরামপুর কালীবাড়ি এলাকায় অবস্থিত মেসার্স আলী ফেব্রিক্স অ্যান্ড ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রেগুলেটর তিতাস গ্যাস কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাছে মিটার হস্তান্তর করা হয়। এ কারখানার কার্যক্রমও সম্পূর্ণরূপে বন্ধ করা হয়।

অভিযানের শেষ পর্যায়ে দক্ষিণ শিলমান্দী, পাঁচদোনা এলাকার আব্দুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে জেলা পুলিশের সদস্যরা, র‌্যাব-১১ টহল দল, তিতাস গ্যাস কোম্পানি এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর প্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এ সময় পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা, সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পরিদর্শক সমর কৃষ্ণ দাস, সদর দপ্তরের পরিদর্শক মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হাইতিতে ঘূর্ণিঝড় মেলিসার প্রভাবে সৃষ্ট বন্যায় নিহত ১০
৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ কাল শুরু
পিএসডিপিসিসি’র ১৫তম সভা অনুষ্ঠিত
‘দুই মাসের মধ্যেই পুঁজিবাজার সংস্কার সম্পন্ন হবে’
সিলেটে নাগরিক ডিজিটাল ডাটাবেজ তৈরি করছে পুলিশ
৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকের পদ বাড়ানোর সুযোগ নেই
ফিলিস্তিনে ইসরাইলি হামলায় নিহত ৫০
জুলাই সনদ বাস্তবায়ন হলেই নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে: নাহিদ ইসলাম
অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহে ৯.৯ শতাংশ প্রবৃদ্ধি
১০