
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছিল বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে একটি পরির্তন হয়েছে। নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলি।
একাদশে কোন পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জিতেছে ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ১০টিতে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্রান্ডন কিং, খ্যারি পিয়ের, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড।