খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২০:০৬
দাকোপে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ছবি : বাসস

খুলনা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকী নদীর প্রবল জোয়ারে বেড়িবাঁধ ভেঙে জেলার দাকোপ’র বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ও ফসলের ক্ষেত প্লাবিত।

সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার ঢাকী নদীর জোয়ারের পানির প্রবল চাপে দাকোপের (৩০ নং পোল্ডারের অধীন) তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির এলাকার আনুমানিক ২০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী ও আড়াখালী গ্রাম পানিতে তলিয়ে যায়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী জানান- জোয়ারের পানিতে ভেসে গেছে ঘরবাড়ি, মৎস্য ঘের, পুকুর ও আমন ফসলের ক্ষেত। 

পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তারা, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন, থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ও স্থানীয় সেনা ক্যাম্প কমান্ডার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন বলেন, আশা করছি, আজ বুধবার রাতের মধ্যে বাঁধ আটকাতে পারবো। বালির টিউবসহ অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখা আছে। পানি উন্নয়ন বোর্ড সব উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মধ্যে শুকনো খাবার চিড়া গুড় এবং রান্নার জন্য চাল, ডাল, তেলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছি। 


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামালপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ইসরাইলি হামলায় গাজায় ১শ’ জনেরও বেশি নিহত
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৪
টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
নাটোরে দুই পাখি বিক্রেতার এক মাসের কারাদণ্ড
মেহেরপুরে আড়াই হাজার মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
অকশন ব্রীজে চ্যাম্পিয়ন শুভ-অমিতোষ জুটি
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিলের পরবর্তী শুনানি রোববার
নরসিংদীতে অবৈধ তিন কারখানার কার্যক্রম বন্ধ
১০