দিনাজপুর, ৮ অক্টোবর, ২০২৫(বাসস) : জেলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথ আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে শিশু একাডেমির হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন,কন্যাশিশু জন্ম হলে তাকে অবহেলা করা যাবেনা। আমরা প্রত্যেকেই একজন কন্যাশিশু যখন প্রাপ্ত বয়সে মা হয়,আমরা সেই মায়ের গর্ভে থেকেই জন্ম নিয়ে আজ এই অবস্থানে এসেছি।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর (ক্রাইম) মো. আনোয়ার হোসেন, জেলা ভেটেনারি অফিসার ডা. আশিকা আকবর তৃষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহেদ,সিভিল সাজর্নের প্রতিনিধি ডা. মাগফেরাতু ন্নেছা উর্মি, কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের প্রোগ্রাম (উন্নয়ন) অফিসার সুবাস কুজুর সহ প্রমুখ।
অনুষ্ঠানে ডে-কেয়ার সেন্টারের অফিসার রেজভিন শারমিন ইসলাম এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী শ্রী' প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক, উত্তরবঙ্গ মানব উন্নয়ন সংস্থা সভাপতি বাবু সুসান্ত কুমার দাস।
দিবসটি উপলক্ষে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।এছাড়াও কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের আওতায় শিশুশ্রম প্রতিরোধে এবং তাদের স্কুলমুখী করার লক্ষ্যে কিছু শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা উপকরণ প্রদান করা হয়।