নাটোরে টাইফয়েড টিকা পাবে চার লাখের বেশি শিশু 

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৪:১৬ আপডেট: : ১২ অক্টোবর ২০২৫, ১৪:২৩
ছবি: বাসস

নাটোর, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : সারা দেশের ন্যায় জেলায় আজ থেকে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার সকাল সাড়ে নয়টায় নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা ইপিআই টিকাদান কার্যক্রমের মত টাইফয়েড টিকাদান কার্যক্রমকে সফল করতে চাই। প্রায় তিন হাজার তিনশ’ টাকা মূল্যমানের এক একটি টিকা পরীক্ষিত এবং নিরাপদ। নির্ধারিত বয়সী শিশুদের টিকাদানের আওতায় নিয়ে এসে টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে চাই।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ারুল আজিম।

নাটোরে নির্ধারিত বয়সী শিশুদের মধ্যে এক হাজার ৫৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই লাখ ৯৯ হাজার ৩৪১ জন শিক্ষার্থীকে আজ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টিকা প্রদান করা হবে। এছাড়া কমিউনিটিতে জেলার এক হাজার ৭৫২টি টিকাদান কেন্দ্রে আরও এক লাখ ৩০ হাজার ৫৪১ জন শিশুকে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা প্রদান করা হবে। জেলার মোট চার লাখ ২৯ হাজার ৮৮২ জন শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুকুন্দলালের ৪৬তম মৃতুবার্ষিকী আগামীকাল
কুমিল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আলোচনা সভা
বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ
ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব কামাল উদ্দিন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় নামিবিয়ার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
রাজবাড়ীতে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু: ৩ লাখ ১১ হাজার ৭২১জন শিশু টিকার আওতায়
শরীয়তপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু
১০