নড়াইল, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : নড়াইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাসহ শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষামুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। যত্রতত্র রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ অন্যান্য অবৈধ যান চলাচল বন্ধ, শহরের পুরাতন বাস টার্মিনাল ও বিভিন্ন সড়কের উপর অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং নড়াইল পৌরসভার সড়ক উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল উপস্থিত ছিলেন।
এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহীউদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।