ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : আফগানিস্তানের তালেবান সরকার আজ রোববার জানিয়েছে, রাতভর প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘর্ষে তাদের বাহিনী ‘৫৮ পাকিস্তানি সেনাকে’ হত্যা করেছে।
কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এই সংঘর্ষে তালেবানের ৯ জন সেনাও নিহত হয়েছে বলে কাবুলে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন।