চুয়াডাঙ্গা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা শহরে আজ আলোচনা সভা, শোভাযাত্রা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় ঘুরে আবার একইস্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মিরা এলাকাবাসীকে আগুন লাগলে কি করতে হবে, ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে কিভাবে উদ্ধার করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে উপস্থিত জনতাকে প্রাথমিক ধারনা দেন।
মহড়া শেষে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আশফাকুর রহমান ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সমন্বয়কারী মিজানুর রহমান, স্কাউটস প্রতিনিধি মিনহাজ, রেডক্রিসেন্ট প্রতিনিধি রকিবুল ইসলাম, ছাত্র প্রতিনিধি হাসনাত জাহান খুশবু প্রমুখ।