ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মস্কো যদি তাদের হামলা বন্ধ না করে, তবে, ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন। তিনি রোববার এ তথ্য জানিয়েছেন।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে তার বৈঠকে শান্তি চুক্তি না হওয়ার পর থেকে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের মাধ্যমে কিয়েভে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে চিন্তাভাবনা করছেন।
ট্রাম্প পুতিনের সঙ্গে বিষয়টি উত্থাপন করবেন কিনা জানতে চাইলে তিনি এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলতে পারি। আমি হয়তো বলতে পারি, 'দেখুন, যদি এই যুদ্ধের মীমাংসা না হয়, তাহলে আমি তাদের টমাহক পাঠাবো।’
মার্কিন নেতা বলেন, শনিবার কিয়েভের জন্য নতুন অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা করার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টমাহক চেয়েছিলেন।
দীর্ঘমেয়াদী গাজা শান্তি চুক্তির লক্ষ্যে ইসরাইল ও মিশর সফরে যাত্রাকালে ট্রাম্প আরো বলেন, ‘টমাহক আগ্রাসনের বিরুদ্ধে একটি নতুন পদক্ষেপ।’
তিনি বলেন, ‘তারা কি টমাহক তাদের দিকে এগিয়ে নিতে চান? আমার মনে হয় না।’
পুতিন পূর্বে কিয়েভকে টমাহক সরবরাহের বিরুদ্ধে সতর্ক করে বলেছিলেন যে, এটি একটি বড় ধরণের উত্তেজনা সৃষ্টি করবে এবং ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্ককে প্রভাবিত করবে।
জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর থেকে কয়েকটি সংঘাত সমাধান করার দাবি জানান ট্রাম্প। তিনি বারবার চতুর্থ বছরে পদার্পণ করা এই যুদ্ধকে সবচেয়ে কঠিন বলে অভিহিত করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পশ্চিমাপন্থী দেশ ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে।