কুমিল্লা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আজ ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহযোগিতায় র্যালি, মহড়া ও আলোচনা সভা প্রভৃতি কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে কুমিল্লা নগরীর মর্ডান হাইস্কুলে দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক ইদ্রিস আলী, মর্ডান হাইস্কুলে প্রধান শিক্ষক নুসরাত জাহান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ দুই ধরনের- প্রাকৃতিক ও মানবসৃষ্ট। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি করনীয় সম্পর্কে জানা জরুরী। আর মানবসৃষ্ট দুর্যোগ চাইলেই আমরা প্রশমিত করতে পারি, যা কেবল আমাদের সচেতনতা ও সদিচ্ছা দ্বারাই সম্ভব। যে কোন দুর্যোগে আতঙ্কিত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে।
এর আগে, দিবসটি উপলক্ষে স্কুলের মাঠে শিক্ষার্থীদের নিয়ে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় হঠাৎ ভুমিকম্প ও বজ্রপাত হলে করনীয় সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। আগুন লাগলে আতঙ্কিত না হয় কি করতে হবে তা শিক্ষার্থীদের দেখানো হয়।