কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৫:০৪
এ উপলক্ষে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার ।ছবি: বাসস

কুমিল্লা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আজ ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে  আজ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহযোগিতায় র‌্যালি, মহড়া ও আলোচনা সভা প্রভৃতি কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে কুমিল্লা নগরীর মর্ডান হাইস্কুলে দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক ইদ্রিস আলী, মর্ডান হাইস্কুলে প্রধান শিক্ষক নুসরাত জাহান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ দুই ধরনের- প্রাকৃতিক ও মানবসৃষ্ট। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি করনীয় সম্পর্কে জানা জরুরী। আর মানবসৃষ্ট দুর্যোগ চাইলেই আমরা প্রশমিত করতে পারি, যা কেবল আমাদের সচেতনতা ও সদিচ্ছা দ্বারাই সম্ভব। যে কোন দুর্যোগে আতঙ্কিত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে।

এর আগে, দিবসটি উপলক্ষে স্কুলের মাঠে শিক্ষার্থীদের নিয়ে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় হঠাৎ ভুমিকম্প ও বজ্রপাত হলে করনীয় সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। আগুন লাগলে আতঙ্কিত না হয় কি করতে হবে তা শিক্ষার্থীদের দেখানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
জয়সওয়ালকে বল ছুঁড়ে শাস্তি পেলেন সিলেস
নানা আয়োজনে জয়পুরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত
টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান
আন্দোলনরত শিক্ষার্থীদের চমেক ডেন্টাল ইউনিট ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ৩০
১০