তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৪:৫৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সোমবার সকালে ঢাকার তথ্য ভবনে অনুষ্ঠিত প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন। ছবি: পিআইডি

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আজ সোমবার সকালে ঢাকার তথ্য ভবনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মাহবুবা ফারজানা বলেন, প্রকল্প ব্যবস্থাপনা হলো উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের অন্যতম ভিত্তি। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়নসহ প্রতিটি ধাপেই সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও দক্ষ ব্যবস্থাপনা প্রয়োজন। প্রকল্পের লক্ষ্য, সময়সীমা ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ।

প্রকল্প সম্পর্কে সচিব বলেন, বর্তমানে মন্ত্রণালয়ে ১০টি প্রকল্প চলমান। এসব প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

সাবেক সচিব মোস্তা গাউসুল হক রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাগণ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়সওয়ালকে বল ছুঁড়ে শাস্তি পেলেন সিলেস
নানা আয়োজনে জয়পুরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত
টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান
আন্দোলনরত শিক্ষার্থীদের চমেক ডেন্টাল ইউনিট ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ৩০
ব্যক্তিজীবনে কোনো চাওয়া নেই, এলাকা তথা মানুষের উন্নয়নে কাজ করতে চাই : আখতার
স্পেনে ভারী বৃষ্টিতে বড় ধরনের বন্যা
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় নিহত ৪০
হজের অব্যয়িত প্রায় ৩৮ কোটি টাকা ফেরত পেয়েছে এজেন্সিগুলো : ধর্ম উপদেষ্টা
১০