তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৪:৫৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সোমবার সকালে ঢাকার তথ্য ভবনে অনুষ্ঠিত প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন। ছবি: পিআইডি

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আজ সোমবার সকালে ঢাকার তথ্য ভবনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মাহবুবা ফারজানা বলেন, প্রকল্প ব্যবস্থাপনা হলো উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের অন্যতম ভিত্তি। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়নসহ প্রতিটি ধাপেই সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও দক্ষ ব্যবস্থাপনা প্রয়োজন। প্রকল্পের লক্ষ্য, সময়সীমা ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ।

প্রকল্প সম্পর্কে সচিব বলেন, বর্তমানে মন্ত্রণালয়ে ১০টি প্রকল্প চলমান। এসব প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

সাবেক সচিব মোস্তা গাউসুল হক রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাগণ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের মহাকাশ সংস্থার সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ
মুন্সীগঞ্জে ককটেলসহ আটক ১
বাগেরহাটে শরণখোলা রেঞ্জে ৭ হরিণ শিকারি আটক  
ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে সাজাতে হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
ইংল্যান্ডে ট্রেনে ছুরিকাঘাত : দুই ব্রিটিশ নাগরিক আটক
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
চসিক জলাবদ্ধতা নিরসনে ৫০ শতাংশ অগ্রগতি অর্জন করেছে: মেয়র ডা শাহাদাত হোসেন
ডা. শফিকুর রহমান পুনরায় জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা 
১০