দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় নিহত ৪০

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:০৫

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে খালে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আজ দেশটির প্রাদেশিক পরিবহন মন্ত্রী জানিয়েছেন, নিহতদের মধ্যে পূর্ব আফ্রিকার দেশ মালাউই এবং জিম্বাবুয়ের নাগরিকও রয়েছে।

জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

লিম্পোপো প্রদেশের পরিবহনমন্ত্রী ভায়োলেট ম্যাথিয়ে বলেন, গতকাল রোববার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে জিম্বাবুয়েগামী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

তিনি আরো বলেন, এখনো ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। ইতোমধ্যে ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১০ মাস বয়সী এক কন্যাশিশুও রয়েছে।

ইএনসিএ মিডিয়াকে তিনি জানান, ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারীরা অন্যান্য হতাহতদের অনুসন্ধানে কাজ করছেন।

মন্ত্রী জানান, বাসটি প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে দক্ষিণাঞ্চলীয় শহর গেকেবারহা থেকে যাত্রা করেছিল এবং যাত্রীদের মধ্যে দক্ষিণ আফ্রিকায় কর্মরত মালাউই এবং জিম্বাবুয়ের নাগরিকও ছিলেন। দুর্ঘটনাটি চালকের ক্লান্তি বা যান্ত্রিক ত্রুটির কারণে হয়ে থাকতে পারে।

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দ্রুতগতি, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং রাস্তার অনুপযোগী যানবাহন ব্যবহারের ফলে দুর্ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০