হজের অব্যয়িত প্রায় ৩৮ কোটি টাকা ফেরত পেয়েছে এজেন্সিগুলো : ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:০৪ আপডেট: : ১৩ অক্টোবর ২০২৫, ১৭:২০
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি : পিআইডি

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫(বাসস) : হজের অব্যয়িত ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ফেরত পেলো ৯৯০টি হজ এজেন্সি। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছরে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’  প্লাটফর্মেও আইবিএএন হিসাবে অব্যয়িত পড়ে থাকা এই টাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ফেরত পাচ্ছে তারা। 

আজ দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা জানান। 

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি-বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের হজ পালনের জন্য সৌদি প্রান্তের খরচ নির্বাহের জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্লাটফর্মের আইবিএএন হিসাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে অর্থ প্রেরণ করা হয়ে থাকে। 

তিনি জানান, গত আট বছরে এ হিসাবে বাংলাদেশি হজ এজেন্সিসমূহ যে টাকা পাঠিয়েছিলো তার কিছু টাকা অব্যয়িত ছিলো। এই অর্থ ফেরত পাবার জন্য হজ এজেন্সির দিক থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। 

উপদেষ্টা বলেন, এ টাকা ফেরত আনার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে কয়েকবার পত্র প্রেরণ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এবং বিভিন্ন সময়ে তাদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকেও এ বিষয়ে আলোচনা করে এ মন্ত্রণালয়। তারই পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশ হজ অফিসের মাসার নুসুক প্লাটফর্মের আইবিএএনে অব্যয়িত টাকা ফেরত দিয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অব্যাহত ও বহুমাত্রিক যোগাযোগের কারণেই এই অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন,  সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আইবিএএন হিসাবে মোট ৯৯০

টি বাংলাদেশি হজ এজেন্সির অব্যয়িত অর্থ জমা ছিলো এবং সব ক’টি এজেন্সির টাকা ফেরত পাওয়া গেছে। ইতোমধ্যে ফেরত দেয় এই অর্থ বাংলাদেশ হজ অফিসের ‘মাসার নুসুক’ প্লাটফর্মের আইবিএএনে হতে এ অফিসের হজ সংক্রান্ত সৌদি-ফ্রান্সি ব্যাংকে পরিচালিত একাউন্টে স্থানান্তর করা হয়েছে।

ড. খালিদ জানান, হজ এজেন্সির অব্যয়িত টাকা ফেরত দেয়ার জন্য আমাদের দাপ্তরিক সব প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এই অব্যয়িত অর্থ ফেরত আনা এবং তা সংশ্লিষ্ট হজ এজেন্সিসমূহকে ফেরত দেয়ার ক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগ ও সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। 

প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের মহাকাশ সংস্থার সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ
মুন্সীগঞ্জে ককটেলসহ আটক ১
বাগেরহাটে শরণখোলা রেঞ্জে ৭ হরিণ শিকারি আটক  
ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে সাজাতে হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
ইংল্যান্ডে ট্রেনে ছুরিকাঘাত : দুই ব্রিটিশ নাগরিক আটক
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
চসিক জলাবদ্ধতা নিরসনে ৫০ শতাংশ অগ্রগতি অর্জন করেছে: মেয়র ডা শাহাদাত হোসেন
ডা. শফিকুর রহমান পুনরায় জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা 
১০