সিলেটের ৩ উপজেলায় বিএনপির গণসমাবেশ

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:৫৭
৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে বিএনপির গণসমাবেশ । ছবি: বাসস

সিলেট, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা গড়ে তোলার উদ্দেশ্যে বুধবার এসব সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম.এ. মতিন।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবার, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী, জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সামছুদ্দিন আহ্মেদ, সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক উস্তার আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি তেরা মিয়া প্রমুখ।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এদেশের মানুষকে ধর্ম, বর্ণ ও ভাষা নির্বিশেষে আত্মমর্যাদা প্রতিষ্ঠা করানো বিএনপির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। 

তিনি আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ নির্মাণে ৩১ দফার রূপরেখা দিয়েছেন। এই ৩১ দফা বাস্তবায়িত হলে সকলের আকাঙ্ক্ষা পূরণ হবে।’

এ সংক্রান্ত তথ্য বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ার বিমান মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে ন্যাটো
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিহত
ঝিনাইদহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে দুই ছাত্রদল নেতা নিহত
বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১,৭৫৪
গংগাচড়ায় ছাড়পত্র ছাড়া গবাদি পশু জবাই নিষেধ
পটুয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাটে শীতকালীন সবজি চাষে বিপুল সম্ভাবনা 
জামায়াত আমিরের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নেত্রকোণায় সাধক ও লোকসংগীতের প্রাণপুরুষ, জালাল খাঁর স্মরণে জালাল মঞ্চ স্থাপন
১০