জয়পুরহাট, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস): দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৫৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুরে জেলার ক্ষেতলাল উপজেলার কামারগাড়ী এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির হোসেন ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সি পাড়া গ্রামের আব্দুল বারীর পুত্র।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বাসসকে জানান, নাসির হোসেন ক্ষেতলাল পৌর শহরে টিসিবির পণ্য ক্রয় করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথে জয়পুরহাট- ক্ষেতলাল সড়কের কামারগাড়ী এলাকায় অপরদিক থেকে আসা দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন নাসির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।