ভোলা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভোলার লালমোহনে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৯ টায় লালমোহন উপজেলার ডাউরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবিরের বাড়ি চরফ্যাশন উপজেলার রৈদেরহাট এলাকায়।
জানা গেছে, সকালের দিকে যাত্রী নিয়ে সিএনজিটি চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়। ডাউরি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই যাত্রী কবির হোসেন নিহত হন।
তথ্য নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।