বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেএ’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:৪৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেএ’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত। ছবি: বাসস

খুলনা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজিএ)’র চেয়ারম্যান পদে খন্দকার আলমগীর কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একইভাবে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে এস এম সাইফুল ইসলাম পিয়াস ও ভাইস চেয়ারম্যান পদে মো. তারেক আফজাল নির্বাচিত হয়েছেন।

২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আগামী দুই বছরের জন্য তারা নির্বাচিত হয়। সোমবার বিজিএ নারায়ণগঞ্জ অফিসে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনী বোর্ড ওই তিনজনকে বিজয়ী ঘোষণা করে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. ফরহাদ আহমেদ আকন্দ, শামীম আহমেদ, এস এম মনিরুজ্জামান পলাশ, খাইরুজ্জামান, মো. কুতুব উদ্দিন, শেখ ইমাম হোসেন, এস এম হাফিজুর রহমান, বদরুল আলম মার্কিন, এইচ এম প্রিন্স মাহমুদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, মো. নূর ইসলাম, মো. আলমগীর খান, রঞ্জন কুমার দাস এবং এস এম সাইফুল ইসলাম।

এর আগে গত ১৮ অক্টোবর দৌলতপুর বিজিএ অফিসে অডিনারি গ্রুপের ২৫ প্রার্থীর মধ্যে থেকে ১২ জন নির্বাচিত হন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সর্বমোট ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে নভেম্বরে সাক্ষাৎ করবেন সৌদি ক্রাউন প্রিন্স
বিএনপিকে প্রধান উপদেষ্টা : নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব
দেশের মানুষ এখনো প্রাপ্য অধিকার ও মর্যাদা ফিরে পায়নি: আখতার হোসেন
ভারতের সঙ্গে একটি চুক্তি বাতিল, কিছু পর্যালোচনায় আছে: পররাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ও আইআরআই প্রতিনিধির সাক্ষাৎ : ফেব্রুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি
নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত করতে হবে: পরওয়ার
গণপূর্ত, স্বাস্থ্যসেবা ও সেটেলমেন্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
নির্বাচন অর্থবহ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল
খুলনায় ‘থ্রি-সি’ প্রকল্প বাস্তবায়নে সভা
অস্টিওপোরোসিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি জরুরি
১০