খুলনা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনা নগরীতে ‘ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটি (থ্রি-সি)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে প্রাথমিক পর্যায়ে নগরীর ৩টি জনবহুল স্থানে শ্রমজীবী মানুষের জন্য ‘ছায়াবিথি’ নামক বিশেষ ছাউনি নির্মাণ, ২১ নম্বর ওয়ার্ডে ৪০০ পরিবারের গৃহস্থালি বর্জ্য সংরক্ষণে অস্থায়ীভাবে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) সেন্টার নির্মাণ, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে ড্রেন নেটওয়ার্ক ও সড়ক নির্মাণ করা হবে বলে সভায় জানানো হয়।
গৃহীত প্রকল্পসমূহের নকশা প্রণয়ন, কারিগরি সহযোগিতা ও বিল পরিশোধের বিষয়ে সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে কেসিসি’র সহযোগিতা কামনা করা হয়। এছাড়া সভায় কেন্দ্রীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন এবং স্টেকহোল্ডারদের অংশগ্রহণে ত্রৈমাসিক কোঅর্ডিনেশন সভা আয়োজনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানের সভাপতিত্বে সভায় প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, কনজারভেন্সি কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, আইন উপদেষ্টা আইনজীবী মনিরুল ইসলাম পান্না, ২২ নম্বর ওয়ার্ড কর্মকর্তা খান হাবিবুর রহমান, রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল কর্মকর্তা খুরশিদ আলম, প্রজেক্ট ম্যানেজার মোসলেহ উদ্দিন, সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুল মজিদসহ সংশ্লিষ্ট ওয়ার্ড সচিবগণ উপস্থিত ছিলেন।