কামরাঙ্গীরচরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির আসামি গ্রেফতার, শিশু উদ্ধার

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২০:৩১

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর কামরাঙ্গীরচরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির আসামি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার ভোরে মিরপুর মডেল থানাধীন হোটেল ক্লাসিক আবাসিক থেকে আসামি পারভেজ ও কাকলী আক্তারকে গ্রেফতার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয় । গ্রেফতারকৃতরা হলো- মো. পারভেজ (২৭) ও কাকলী আক্তার (২৫) ।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়। 

এতে বলা হয়, রোববার (১৯ অক্টোবর) সকালে বাদীর স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় আসামিরা অজ্ঞাতনামা দুই তিনজন সহযোগীর সহায়তায় মুক্তিপণের উদ্দেশ্যে বাদীর শিশু পুত্র আব্দুল হাদি নূর-কে অপহরণ করে। 

পরে তাদের ব্যবহৃত ইমু নাম্বার থেকে বাদির নাম্বারে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। প্রথমে আসামির নাম্বারে পাঁচ হাজার টাকা দিতে বললে বাদি ছেলেকে ফিরে পাওয়ার আশায় বিকাশে পাঁচ হাজার টাকা প্রদান করে। এরপর আসামিরা ইমু নাম্বারে ১ লাখ টাকা মুক্তিপণ চেয়ে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করতে থাকে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা করেন। 

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, মামলার বাদী মো. আবু সায়েম (৪৬) কামরাঙ্গীরচর থানাধীন আলীনগর এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করেন। তিনি ভাড়াটিয়া হিসেবে মো. পারভেজ (২৭) ও তার স্ত্রী কাকলী আক্তার (২৫)-কে সাবলেট হিসেবে ঘর ভাড়া দেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০