ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের পিছিয়ে থাকা এলাকাগুলোতে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ২ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ প্রদান করেছিলেন।
তিনি বলেন, ‘আমাদের দলের প্রতিষ্ঠাতা যখন ক্ষমতায় ছিলেন, তিনি দেশের পিছিয়ে থাকা এলাকাগুলোতে উদ্যোক্তা তৈরির জন্য ২ শতাংশ সুদে ক্ষুদ্রঋণ প্রদানের ব্যবস্থা করেছিলেন। ফলে ওই অঞ্চলের উদ্যোক্তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা সত্যিই জনগণের কল্যাণ, দেশের কল্যাণ এবং বিভিন্ন সম্প্রদায়ের কল্যাণ চায়, তারাই এমন উদ্যোগ নেয়।’
আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগত গোষ্ঠীর উদ্যোক্তা, নেতা ও কর্মীদের সঙ্গে এক আলোচনায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
ক্ষুদ্র জাতিগত গোষ্ঠীর উদ্যোক্তাদের সমস্যাগুলো শোনার পর বিএনপির এই সিনিয়র নেতা তাদের আশ্বস্ত করে বলেন, ‘যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ ও কম সুদে ঋণ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।’
মির্জা ফখরুল আশ্বস্ত করেন যে, ‘বিএনপি সর্বদা ক্ষুদ্র জাতি গোষ্ঠীর পাশে থাকবে। বিএনপি ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সঙ্গে কাজ করবে, তাদের স্বার্থের কথা বলবে, তাদের মৌলিক চাহিদা পূরণে এবং রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেবে।’
বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সময়কালেও নারী উদ্যোক্তাদের সমর্থনকে অগ্রাধিকার দেওয়া হতো।
এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতি গোষ্ঠীর দলের সভাপতি মৃগেন হাগিদক, ছোট জাতিগত গোষ্ঠীর নারী উদ্যোক্তা সান্তানু স্নিতা নকরেক ও স্বপ্না আজিম এবং অন্যান্য ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।