শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০০:৩৩
ছবি : বাসস

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডের মূল ভিত্তি হলো শিক্ষক সমাজ। 

মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকগণ জাতি ও সমাজ গঠনে অনন্য ভূমিকা পালন করেন। তাদের অবহেলা করে কোনো দেশ বা সমাজের উন্নয়ন সম্ভব নয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসা শিক্ষক নেতৃবৃন্দের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এবিএম ফজলুল করিম, জামায়াতের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. রবিউল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক আ. জ. ম. কামাল উদ্দিন, মাদ্রাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর মাতুব্বর, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, প্রাইমারি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. সাখাওয়াত হোসাইন, মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি মো. নূরুল আমিন হেলালী, সহ-সভাপতি মো. রকিবুল হাসান ও মো. মিজানুর রহমান মাহীন, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান হানিফ, প্রেসিডিয়াম সদস্য আবু তালেব সোহাগ, সদস্য মো. আমযাদ হোসেন, মো. হাবিবুল্লাহ, মো. তোফাজ্জল হোসাইন এবং ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মো. গোলাম আযম।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষকগণ যাতে সমাজে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য তাঁদের প্রথম শ্রেণির নাগরিকের মর্যাদা দিতে হবে। তিনি বলেন, উন্নত দেশগুলোতে জাতীয় বাজেটের গড়ে সাত শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেয়া হয়, অথচ আমাদের দেশে তা মাত্র ১.৬৭ শতাংশ- যা জাতির জন্য লজ্জাজনক। আগামী বাজেটে অন্তত তিন থেকে চার শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ রাখার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষকদের প্রকৃত মর্যাদা দিতে হলে শিক্ষাব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে এবং শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের অবসান ঘটাতে হবে। পাশাপাশি শিক্ষকদের খাবার, পোশাক, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা দিতে হবে।

প্রায় ছয় লক্ষাধিক শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০