ঢাকা, ২১ অক্টোবর ২০২৫ (বাসস) : ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ডেলিভারি করেছে দু’দলের স্পিনাররা। এতে ভেঙে গেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিশ্ব রেকর্ড।
২০১৯ সালে ভারতের দেহরাদুনে ৭৮.২ ওভার বোলিং করেছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের স্পিনাররা। আজকের ১০২ ওভারের (সুপার ওভারসহ) ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা মিলে মোট ৯৩ ওভার বল করেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইনিংসে পাঁচ বোলার মিলে ৫০ ওভার করেন। বাংলাদেশের বোলিং ইনিংসে ৪২ ওভার করেন স্পিনাররা। বাকী ৮ ওভার করেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
এরপর সুপার ওভারে বাংলাদেশের হয়ে ১ ওভার করেন ফিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে করেন স্পিনার আকিল হোসেন।
এই তালিকার তৃতীয় স্থানে আছে শ্রীলংকা ও জিম্বাবুয়ে। ১৯৯৮ সালে কলম্বোতে ৭৬ ওভার বোলিং করেছিল শ্রীলংকা ও জিম্বাবুয়ের স্পিনাররা।