মহারাজের দুর্দান্ত বোলিংয়ের দিন লড়ছে দক্ষিণ আফ্রিকা

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৯:৪৩

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের বোলিং তোপে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৭ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রানে অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৮৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

৬ উইকেট হাতে নিয়ে এখনও ১৪৮ রানে পিছিয়ে প্রোটিয়ারা। ১০২ রানে ৭ উইকেট শিকার করে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন মহারাজ।

রাওয়ালপিন্ডিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৯ রান করেছিল পাকিস্তান। সৌদ শাকিল ৪২ ও সালমান আঘা ১০ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন দলীয় ৩১৬ রানে পাকিস্তানের ষষ্ঠ উইকেটের পতন ঘটান মহারাজ। এরপর পাকিস্তানের বাকী ৪ উইকেটও শিকার করেন তিনি। এতে ৩৩৩ রানে অলআউট হয় পাকিস্তান। ১৭ রানে পাকিস্তানের পতন হওয়া ৫ উইকেটের সবগুলোই নিয়েছেন মহারাজ। আগের দিন ২ উইকেট নিয়েছিলেন তিনি। ফলে ১০২ রানে ৭ উইকেট নেন এই বাঁ-হাতি স্পিনার। ক্যারিয়ারে ১২তমবারের মত ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মহারাজের এটিই পাকিস্তানের বিপক্ষে সেরা বোলিং ফিগার।

পাকিস্তানের শাকিল ৬৬, সালমান ৪৫ রানে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করে প্রথম দিন আউট হয়েছিলেন অধিনায়ক শান মাসুদ।

নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে ৫৪ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার রায়ান রিকেলটন ১৪ ও অধিনায়ক আইডেন মার্করাম ৩২ রানে আউট হন। তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকাকে চাপমুক্ত করেন ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জি।

৫৫ রান করা জর্জিকে শিকার করে পাকিস্তানকে ব্রেক-থ্র এনে দেন ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা স্পিনার আসিফ আফ্রিদি।

জর্জির বিদায়ে ক্রিজে এসে ৪ বলের বেশি খেলতে পারেননি ডেওয়াল্ড ব্রেভিস। আসিফের দ্বিতীয় শিকার হয়ে খালি হাতে ফিরেন ব্রেভিস।

এরপর দিনের বাকী সময় বিপদ ছাড়া শেষ করেন স্টাবস ও কাইল ভেরেনি। ৩৫ বলে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। স্টাবস ৬৮ ও ভেরেনি ১০ রানে অপরাজিত আছেন।

আসিফ ২টি ও শাহিন শাহ আফ্রিদি-সাজিদ খান ১টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০