প্রথমবারের মত ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন করেছে বাফুফে

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৯:৩৭
ছবি : বাসস

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) আয়োজন করেছে ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম (টিডিএস) ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ওয়ার্কশপ (আবাসিক)।

আজ থেকে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে শুরু হওয়া চারদিনের কর্মশালাটি চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।

ওয়ার্কশপটি ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম (টিডিএস)-এর আওতায় সম্পূর্ণভাবে ফিফার অর্থায়নে অনুষ্ঠিত হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো সারা দেশে একটি জাতীয় ফুটবল স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তোলা। এতে মোট ৩২ জন কোচ (এএফসি ‘এ’ ও ‘বি’ লাইসেন্সধারী) অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে ২০ জন কোচ বিএফএফ পুরুষ ট্যালেন্ট স্কাউট এবং ১২ জন কোচ কাজ করবেন বিএফএফ নারী ট্যালেন্ট স্কাউট হিসেবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই কোর্সের জন্য কোনো ফি নিচ্ছে না। অংশগ্রহণকারীদের জন্য বিএফএফ পূর্ণাঙ্গ আবাসন, খাবার ও জার্সি প্রদান করছে। কর্মশালা শেষে দেয়া হবে সার্টিফিকেট।

বছরজুড়ে এই প্রশিক্ষিত স্কাউটরা বিএফএফ’র হয়ে সারা দেশে বয়সভিত্তিক, আঞ্চলিক ও জাতীয় টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করবেন।

বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এই উদ্যোগটি প্রথম। আনুষ্ঠানিক স্কাউটিং নেটওয়ার্ক গঠনের মাধ্যমে দেশের প্রতিভা অন্বেষণ ও ফুটবলার তৈরিতে দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করছেন ফিফার রিজিওনাল টেকনিক্যাল কনসালট্যান্ট চোকি নিমা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর এ কে এম সাইফুল বারী টিটু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০