রাজবাড়ীতে নিরাপদ সড়ক দিবস পালিত

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০
নিরাপদ সড়ক দিবসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ছবি: বাসস

রাজবাড়ী, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

‘মান সম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে সম্পদ ও জীবনের ক্ষতি’ প্রতিপাদ্যে আজ বুধবার জেলা প্রশাসন ও বিআরটিয়ের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।


এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্র কাননে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উসেন মে এর সভাপতিত্বে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি বলেন, প্রতিদিন সড়কে মৃত্যুর মিছিলের সংখ্যা বেড়ে চলেছে। বেড়ে চলেছে এতিম, বিধবা, সন্তান হারা মায়ের আর্তনাদ, এ অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মানার পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধি জরুরি। নিরাপদ যানবাহন ব্যবহার ও দক্ষ চালক নিয়োগের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম,  সড়ক জনপথ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সিভিল সার্জন প্রতিনিধি  ডা. মো. রহমত আলী, জেলা ট্রাক মালিক সমিতির   সেক্রেটারি মো. আকতার হোসেন, বিআরটিএ উপসহকারী পরিদর্শক লিটন কুমার দত্ত, এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা। 

তারা সড়ক দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে বলেন, অতিরিক্ত গতি, ওভার টেকিং, সড়কে শৃঙ্খলা ভঙ্গ, লাইসেন্সবিহীন এবং অদক্ষ চালকের সংখ্যা বৃদ্ধির কারণে সড়কে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বক্তারা স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়মিত ট্রাফিক আইন শেখানোর উপর গুরত্ব দেন। 

সভায় বক্তরা সরকারের সড়ক নিরাপত্তা আইন ২০১৮ বাস্তবায়ন, ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণ, আধুনিক যানবাহন পরিদর্শন ব্যবস্থা চালু এবং মহাসড়কে সিসিটিভি, স্পিড ক্যামেরা স্থাপনসহ নানামুখী উদ্যোগের পরামর্শ দেন। পাশাপাশি বেপরোয়া মোটরসাইকেল চালকদের ব্যাপারে ব্যবস্থা, হেলমেট ব্যবহারে চাপ দেয়া, যাত্রীবাহী বাসে সিট বেল্ট বাধ্যতামূলক করা এবং যানবাহনের ফিটনেস সনদ প্রাপ্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, চালক ইউনিয়ন, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদকের মামলায় কারাগারে কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক
রংপুর অঞ্চলের উন্নয়নে শিল্পায়ন জরুরি : ব্যারিস্টার ফুয়াদ
আইএলও কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা
নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ‘ভালো সমঝোতা’ : জেলেনস্কি
রাজশাহীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনা মানসিক হাসপাতালের উন্নয়নে ১৩০০ কোটি টাকা চাওয়া হয়েছে: ডা. সায়েদুর রহমান
১০