বাগেরহাটে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা কর্মশালা শুরু

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১২:১০
চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা কর্মশালা শুরু। ছবি: বাসস

বাগেরহাট, ২২অক্টোবর, ২০২৫ (বাসস) : বাগেরহাটে তিন দিনব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। 

গতকাল মঙ্গলবার চিংড়ি গবেষণা কেন্দ্রের আয়োজনে তাদের অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।


এ সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম সাফল্য ও প্রযুক্তি উদ্ভাবন, চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাটের সাম্প্রতিক কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন শহীদুল ইসলাম।

চিংড়ি চাষে ঘের নির্বাচন, অবকাঠামো উন্নয়ন ও প্রস্তুতি বিষয়ের উপর আলোচনা করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের উপপরিচালক শামসু নাহার। চিংড়ির পোনা নির্বাচন, পরিবহন ও নার্সারিকরণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম তানবিরুল হক, ড. মো. আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা রাবিনা আক্তার লিমা, মো. সোয়েবুল ইসলাম, মো. ইকরামুল হক। ৩ দিনব্যাপী এ কর্মশালায় জেলার ২৫জন চিংড়ি চাষি ও সাংবাদিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, বর্তমানে চিংড়ি খাদ্য ও পুষ্টিমান, চিংড়ির গুণগত মান উন্নয়ন এবং মাটি ও পানির গুণাগুণ বিষয়ক গবেষণা চলমান রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধি ও রোগ নির্ণয়ের উপর কাজ করছে গবেষণা কেন্দ্রটি। অনেক ক্ষেত্রে রোগ নির্ণয় ও নতুন পদ্ধতিতে চিংড়ি চাষে সফলতাও পেয়েছে। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে চাষিরা উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষের সম্যক ধারণা পাবে বলে জানান আয়োজকরা। আগামীকাল কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদকের মামলায় কারাগারে কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক
রংপুর অঞ্চলের উন্নয়নে শিল্পায়ন জরুরি : ব্যারিস্টার ফুয়াদ
আইএলও কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা
নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ‘ভালো সমঝোতা’ : জেলেনস্কি
রাজশাহীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনা মানসিক হাসপাতালের উন্নয়নে ১৩০০ কোটি টাকা চাওয়া হয়েছে: ডা. সায়েদুর রহমান
১০