নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ 

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:০৫ আপডেট: : ২৫ অক্টোবর ২০২৫, ১৮:০৬
নওগাঁর বিহারীনগর বাইপাস সড়কে গরুবাহী ভটভটি ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। ছবি: বাসস

নওগাঁ, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার ধামইরহাট উপজেলায় গরুবাহী ভটভটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও চারজন। 

আজ (শনিবার) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নজিপুর-জয়পুরহাট সড়কের বিহারীনগর-পিড়লডাঙ্গার বাইপাস সড়ক হয়ে জয়পুরহাট গরুর হাটে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। 

পথে তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের নিকট মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায় ভটভটি ও মোটরসাইকেলটি।

এ সময় ভটভটি চালক আড়ানগর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান মওলা (৩৫) এবং একই গ্রামের মো. ভুট্টু (৪০) ঘটনাস্থলেই প্রাণ হারান। 

খবর পেয়ে ধামইরহাট থানার ওসি ইমাম জাফরসহ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান তারা । 

আহতরা হলেন, আড়ানগর গ্রামের জিহাদ (২৫), ফতেপুর গ্রামের জাইদুল (৫৫), লক্ষনপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৭০) এবং মোটরসাইকেল চালক দিনাজপুরের সেলিম রেজা (৩০)। এর মধ্যে সেলিম ও নাজিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামইরহাট থানার ওসি ঈমাম জাফর জানান, কোন অভিযোগ না থাকায় দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
১০