
ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : মিডল অর্ডার ব্যাটার মার্শাল আইয়ুবের সেঞ্চুরির পরও জাতীয় ক্রিকেট লিগে(এনসিএল) ২৭তম আসরে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম দিন ২২১ রানে অলআউট হয়েছে ঢাকা বিভাগ। জবাবে দিন শেষে ২ উইকেটে ৬৫ রান করেছে রংপুর। ৮ উইকেট হাতে নিয়ে ১৫৬ রানে পিছিয়ে রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১ রান তুলতেই তিন ব্যাটারকে হারায় ঢাকা।
চতুর্থ উইকেটে জুটি বেঁধে শুরুর ধাক্কা সামাল দেন জিশান আলম ও মার্শাল। ১৫৮ রানের জুটি গড়েন তারা। জিশান ৭১ রানে আউট হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭তম শতক পূর্ণ করেন মার্শাল।
সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি মার্শাল। ১৩ চারে ১৬১ বল খেলে ১০৫ রান করেন তিনি।
মার্শালের পর আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে ২২১ রানে অলআউট হয় ঢাকা। রংপুরের আবু হাসিম ৩ উইকেট নেন।
জবাবে ১০ রানে প্রথম উইকেট হারায় রংপুর। ৬ রানে আউট হন মিম মোসাদ্দেক। তিন নম্বরে নেমে ২১ রানে থামেন নবীন ইসলাম।
দিন শেষে আব্দুল্লাহ আল মামুন ৩৩ ও হাসিম শূন্য হাতে অপরাজিত আছেন।