সিলেটে সিএনজি-অটোরিকশায় নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক : এসএমপি কমিশনার

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ২৩:৪৩
ছবি : বাসস

সিলেট, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিলেট মহানগর এলাকায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী পরিবহনে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি সিএনজির সামনে ও পেছনে নিরাপত্তা গ্রিল লাগানো বাধ্যতামূলক এবং একটি অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

পাশাপাশি নগরে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হয়েছে।

আজ শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সিএনজিচালিত থ্রি-হুইলার ও প্যাডেলচালিত রিকশার ভাড়া নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজনীতিবিদ, সাংবাদিক প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। সিলেট নগরবাসীর সুবিধার্থে সিএনজি ও রিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণে তারা মতামত প্রদান করেন।

সভায় কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে, যাতে চালক ও যাত্রী-উভয় পক্ষের স্বার্থ রক্ষা পায়।”

তিনি আরও বলেন, “বর্তমানে সিএনজি চলাচলে নানা অনিয়ম দেখা যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজিতে নিরাপত্তা গ্রিল স্থাপন বাধ্যতামূলক করা হবে এবং সর্বোচ্চ তিনজন যাত্রী পরিবহন করা যাবে। আমরা অনিয়ম দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে চাই।”

পুলিশ কমিশনার আরও জানান, “নগরে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হয়েছে এবং ইতোমধ্যে এসব যানবাহন আটক করা হচ্ছে। আমরা দ্রুতই নগরে গণপরিবহন চালু করার উদ্যোগ নিচ্ছি।” 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০