টেন্ডুলকার ও সাঙ্গাকারাকে টপকে রেকর্ডের মালিক কোহলি

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:৫৯
ফাইল ছবি

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আজ সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭টি চারের সাহায্যে ৮১ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে শচীন টেন্ডুলকারকে টপকে যান তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪৩০ ম্যাচে কোহলির মোট রান এখন ১৮ হাজার ৪৩৭। অন্যদিকে, টেন্ডুলকার ৪৬৪ ম্যাচে করেছিলেন ১৮ হাজার ৪৩৬ রান। ফলে মাত্র ১ রানের ব্যবধানে টেন্ডুলকারকে ছাড়িয়ে যান কোহলি।

ওয়ানডে ক্রিকেটে কোহলির ম্যাচ সংখ্যা ৩০৫, যেখানে তার সংগ্রহ ১৪ হাজার ২৫৫ রান। টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচে করেছেন ৪ হাজার ১৮৮ রান। উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি।

আজকের ইনিংসের মাধ্যমে কোহলি ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। তিনি শ্রীলংকার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারাকে (১৪,২৩৪ রান, ৪০৪ ম্যাচ) টপকে যান।

তবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও শচীন টেন্ডুলকারের দখলে। তিনি ৪৬৩ ম্যাচে করেছেন ১৮ হাজার ৪২৬ রান। সেই হিসেবে কোহলি এখনও টেন্ডুলকারের চেয়ে ৪,১৭১ রান পিছিয়ে রয়েছেন।

ক্রিকেটবিশ্বে কোহলির এই অর্জনকে স্বাগত জানিয়ে প্রশংসা করছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য : ভূমি সচিব
জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪, আহত ২০
১০