
ঢাকা, ২৫ অক্টোবর(বাসস) : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমির সঠিক ব্যবহার, সংরক্ষণ, মালিকানা নির্ধারণ এবং ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য।
তিনি বলেন, সার্ভেয়াররা ভূমি পরিমাপ ও মানচিত্র প্রণয়নের মাধ্যমে ভূমির প্রকৃত অবস্থান ও সীমা নির্ধারণ করেন। জরিপকার্য সম্পাদনের মূল হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করেন সার্ভেয়াররা।
আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের সম্মেলনকক্ষে নতুন যোদানকৃত ১৯৬ জন সার্ভেয়ারের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, সার্ভেয়ারদের পরিমাপের ওপর ভিত্তি করেই ভূমি রেকর্ড প্রস্তুত করা হয়, যা জমির মালিকানা নির্ধারণে সহায়তা করে। সঠিক পরিমাপ না হলে মালিকানা বিরোধ, দখল সমস্যা ও আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। ভূমি প্রশাসনের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে সার্ভেয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সালেহ আহমেদ জানান, বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের আওতায় এসেছে। এই প্রক্রিয়ায় সার্ভেয়ারদের কাজ আরও আধুনিক হয়েছে, তারা এখন প্রযুক্তি ব্যবহার করছেন। সময়ের চাহিদা অনুযায়ী সার্ভেয়ারদের ডিজিটাল দক্ষতা অর্জন করা অপরিহার্য হয়ে পড়েছে। সার্ভেয়াররা সঠিকভাবে কাজ করলে ভূমি প্রশাসন হবে জনবান্ধব, দক্ষ ও আধুনিক যা একটি উন্নত বাংলাদেশের ভিত্তি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মো. মাহমুদ হাসান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান, অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম, মো. মাহফুজুর রহমান, মো. এমদাদুল হক চৌধুরীসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।