ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য : ভূমি সচিব

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ২০:৩৯
ছবি : বাসস

ঢাকা, ২৫ অক্টোবর(বাসস) :  ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমির সঠিক ব্যবহার, সংরক্ষণ, মালিকানা নির্ধারণ এবং ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য। 

তিনি বলেন, সার্ভেয়াররা ভূমি পরিমাপ ও মানচিত্র প্রণয়নের মাধ্যমে ভূমির প্রকৃত অবস্থান ও সীমা নির্ধারণ করেন। জরিপকার্য সম্পাদনের মূল হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করেন সার্ভেয়াররা।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের সম্মেলনকক্ষে নতুন যোদানকৃত ১৯৬ জন সার্ভেয়ারের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

সিনিয়র সচিব বলেন, সার্ভেয়ারদের পরিমাপের ওপর ভিত্তি করেই ভূমি রেকর্ড প্রস্তুত করা হয়, যা জমির মালিকানা নির্ধারণে সহায়তা করে। সঠিক পরিমাপ না হলে মালিকানা বিরোধ, দখল সমস্যা ও আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। ভূমি প্রশাসনের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে সার্ভেয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সালেহ আহমেদ জানান, বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের আওতায় এসেছে। এই প্রক্রিয়ায় সার্ভেয়ারদের কাজ আরও আধুনিক হয়েছে, তারা এখন প্রযুক্তি ব্যবহার করছেন। সময়ের চাহিদা অনুযায়ী সার্ভেয়ারদের ডিজিটাল দক্ষতা অর্জন করা অপরিহার্য হয়ে পড়েছে। সার্ভেয়াররা সঠিকভাবে কাজ করলে ভূমি প্রশাসন হবে জনবান্ধব, দক্ষ ও আধুনিক যা একটি উন্নত বাংলাদেশের ভিত্তি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মো. মাহমুদ হাসান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান, অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম, মো. মাহফুজুর রহমান, মো. এমদাদুল হক চৌধুরীসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
সিলেটে সিএনজি-অটোরিকশায় নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক : এসএমপি কমিশনার
রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক 
নারায়নগঞ্জে গাড়িচালক ও হেলপারদের জন্য হচ্ছে আমব্রেলা একাউন্ট 
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
১০