
ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, সড়কে শৃংখলা ফেরাতে গাড়িচালক ও হেলপারদের জন্য জেলায় বিভিন্ন কল্যাণমুখি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আমব্রেলা একাউন্ট খোলা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আপাতত এই একাউন্টে ২৬১ জনের সদস্য আছে। পর্যায়ক্রমে সব চালককে এর আওতায় আনা হবে।
সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিজ দপ্তরে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন নারায়ণগঞ্জ একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সেটি হচ্ছে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং একই সঙ্গে মানুষের যাত্রাকে নিরাপদ করতে আমরা এই জেলার যতগুলো বাস এবং ট্রাক আছে তাদের সব ড্রাইভার, মালিক সমিতি, হেলপারকে নিয়ে আমরা বসেছিলাম। তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা সব গাড়িচালককে প্রশিক্ষণ দিচ্ছি।
তিনি বলেন, আমরা এক্সপার্টদের এনে প্রশিক্ষণ দিচ্ছি, যাদের লাইসেন্স নাই তাদেরকে পুনঃপরীক্ষা নিয়ে লাইসেন্সের ব্যবস্থা করে দিয়েছি। আমরা বলেছি, লাইসেন্স বিহীন কোন গাড়িচালক এখানে থাকতে পারবে না। ফিটনেস বিহীন কোন গাড়ি এখানে চলবে না। হেলমেট বিহীন কোন মোটরসাইকেল চলবে না।
ডিসি জানান, আমরা সমস্ত পেট্রোল পাম্পগুলোতে এ বিষয়ে নির্দেশিকা লাগিয়ে দিয়েছি। এর পাশাপাশি আমরা গাড়িচালকদেরকে পোশাক দিয়েছি। তাদেরকে আইডেন্টিটি কার্ড দিয়েছি। হেল্পারদেরকেও পোশাক দিয়েছি, আইডেন্টিটি কার্ড দিয়েছি এবং তাদের আমরা নিয়োগপত্র দিচ্ছি এবং আমরা তাদের জন্য একটি একাউন্ট করে দিচ্ছি। এর নাম গ্রিন আমব্রেলা একাউন্ট।
জেলা প্রশাসক বলেন, আমরা প্রাথমিকভাবে ৫ লাখ টাকা দিয়ে তাদের একাউন্টটা ওপেন করে দিব, আর তারা প্রতি মাসে ১০০ টাকা করে জমা দিবে, তারাই এটা চালাবে, এটাকে অপারেট করবে। প্রথম পাঁচ বছর তারা কোন টাকা উঠাতে পারবে না। এরপর এখান থেকে নির্দিষ্ট কমিটির সুপারিশে তারা সে টাকাটা উঠাবে। এই আমব্রেলা একাউন্টই এক সময় চালক ও হেলপারদের কল্যাণে একটি দৃষ্টান্ত হয়ে উঠবে। সেটাই আমরা করে গেলাম।