৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০০:১৬
ছবি : বাসস

বরিশাল, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। 

আজ শনিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বিষয়ে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, নারীর অধিকার, নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং রাষ্ট্র পরিচালনায় সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হলে নীতিনির্ধারণী পর্যায়ে নারীর ভূমিকা আরো বাড়াতে হবে।

তিনি  বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন, আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত হবে।

বাবুগঞ্জ উপজেলা মহিলা দলের সাবেক সহসভাপতি কুলসুম বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইসরত হোসেন কচি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম (ভিপি লিপন), মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০