
সিলেট, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ১০টি বালু ভর্তি বাল্কহেড জব্দ এবং ৯ জনকে আটক করা হয়েছে।
আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপজেলার ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে অনুমোদন ছাড়া কয়েকটি বাল্কহেডের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করায় ১০টি বালু ভর্তি বাল্কহেড জব্দ ও ৯ জনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নদী ও পরিবেশ রক্ষায় কেউ ছাড় পাবে না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, জব্দ করা বাল্কহেডগুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।