
বরিশাল, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বরিশালে নারী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর উদ্যোগে আজ শনিবার বিকেলে নগরীর একে স্কুল মাঠে এই দোয়া মাহফিল ও সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ‘দেশ, জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে। তাঁর আপোষহীনতার কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে।’
এ সময় নারীদের উদ্দেশ্যে রহমাতুল্লাহ বলেন, ‘বাংলাদেশের নারী জাগরণের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য নাম। তিনি শুধু রাজনীতির মাঠে নয়, নারী নেতৃত্বের শক্তি হিসেবেও এক অপ্রতিরোধ্য উদাহরণ। তিনি নারীদের শিখিয়েছেন কীভাবে সাহসী হতে হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, নিজের অধিকার আদায় করতে হয়।’
এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড, জেলা ও সদর উপজেলা মহিলাদলের নেতৃবৃন্দ ও কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
সমাবেশে বরিশাল জেলা ও মহানগর মহিলা দলসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নের সহস্রাধিক নারী অংশ নেন।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান, সদর উপজেলা মহিলা দল নেত্রী ইসরাত জাহান রিমাসহ বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের নেতৃবৃন্দ।