জয় ও ইয়াসিরের সেঞ্চুরিতে বড় সংগ্রহ চট্টগ্রামের

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ২০:৩০

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : আজ থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ(এনসিএল) ২৭তম আসরের চারদিনের ম্যাচের প্রথম দিন রাজশাহী বিভাগের বিপক্ষে মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলির জোড়া সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪০১ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম বিভাগ। জবাবে দিন শেষে ২ উইকেটে ১ রান করেছে রাজশাহী। ৮ উইকেট হাতে নিয়ে ৪০০ রানে পিছিয়ে রাজশাহী। 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬৮ রানে ৩ উইকেট পতনে চাপে পড়ে চট্টগ্রাম। তবে চতুর্থ উইকেটে দারুণ জুটি গড়ে চট্টগ্রামকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন জয় ও ইয়াসির। 

জয় ও ইয়াসির ২২১ রানের জুটি গড়েন। এই জুটি গড়ার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি তুলে ১২৭ রানে আউট হন জয়। ১৬৫ বলের ইনিংসে ১৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

জয় ফেরার পর ১০২ বলে প্রথম শ্রেনির ক্রিকেটে একাদশ সেঞ্চুরির স্বাদ পান ইয়াসির। শেষ পর্যন্ত ১০টি চার ও ৬টি ছক্কায় ১৩৮ বলে ১২৯ রানে থামেন তিনি। এই ইনিংস খেলার পথে প্রথম শ্রেনির ক্রিকেটে ৮১তম ম্যাচে ৫ হাজার রান পূর্ণ করেন ইয়াসির। 

জয় ও ইয়াসিরের পর চট্টগ্রামের হয়ে বলার মতো রান করেছেন উইকেটরক্ষক ইরফান শুক্কুর। ১২টি চারে ৬৩ বলে ৭২ রান করেন তিনি। 

বল হাতে রাজশাহীর তাইজুল ইসলাম ১৫৯ রানে ৪ উইকেট নেন। 

জবাব দিতে নেমে ৫ ওভার ব্যাট করে দুই ব্যাটারকে হারায় রাজশাহী। ওপেনার হাবিবুর রহমান সোহান ১ ও শফিকুল ইসলাম শূন্যতে ফেরেন। দুই উইকেটই নেন চট্টগ্রামের বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
সিলেটে সিএনজি-অটোরিকশায় নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক : এসএমপি কমিশনার
রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক 
নারায়নগঞ্জে গাড়িচালক ও হেলপারদের জন্য হচ্ছে আমব্রেলা একাউন্ট 
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
১০