জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ২০:৩৬
ছবি : বাসস

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রায় এক যুগ পর লক্ষ্মীপুরে দশ দল নিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।  

আজ বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রামগতি উপজেলা ও সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা একাদশ। নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে রামগতি উপজেলা ৩-১ গোলে হারায় চন্দ্রগঞ্জ থানা একাদশকে।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অতিরিক্ত জেলা শাসক সম্রাট খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার লাকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ, ক্রীড়া সংগঠক আব্দুর রব শামীম, মইন উদ্দিন চৌধুরী কামরু ও সিনিয়র সাংবাদিক আ হ ম মোশতাকুর রহমান।

দীর্ঘদিন পর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা গেছে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি আমাদের তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখার এক অনন্য প্রয়াস। খেলাধুলা মানুষকে শৃখলাবদ্ধ ও মানবিক করে তোলে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর হলেও এই টুর্নামেন্ট শুরু হয়েছে। মূলত দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটা প্রচেষ্টা এই টুর্নামেন্ট। কারণ ক্লাবগুলোই আমাদের ফুটবলারদের নার্সিং করে। এ রকম একটা টুর্নামেন্ট খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার মেধাকে বিকশিত করে। আমাদের একটা যাত্রা শুরু হল। টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্ম মাঠমুখী হবে। তাই আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
সিলেটে সিএনজি-অটোরিকশায় নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক : এসএমপি কমিশনার
রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক 
নারায়নগঞ্জে গাড়িচালক ও হেলপারদের জন্য হচ্ছে আমব্রেলা একাউন্ট 
শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ ডাক আইন হালনাগাদ ও সংশোধন করা হচ্ছে : ফয়েজ আহমদ তৈয়্যব
১০