দিনাজপুরে কৃষকদের মাঝে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৩:৫৪
দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে কৃষি কাজে ব্যবহার যোগ্য ট্রাক্টর হস্তান্তর করা হয়। ছবি :বাসস

দিনাজপুর, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলায় এসিআই মটরস সহজ কিস্তির মাধ্যমে কৃষকদের মাঝে ৩৫০'টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করেছে।

গতকাল সোমবার বিকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কৃষি যান্ত্রিকীকরণ কৃষি কাজে ব্যবহার যোগ্য ট্রাক্টর হস্তান্তর করে দেশের কৃষি ক্ষেত্রে নতুন মাইল ফলক স্থাপন করেছে। 

এসিআই মটরস চিফ বিজনেস কর্মকর্তা মো. আসিফ উদ্দিন বলেন, একসাথে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে এসিআই মটরস বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টি করেছে। 

দেশের বিভিন্ন স্থান থেকে আগত কৃষক ও উদ্যোক্তাদের মাঝে ট্র্যাক্টর হস্তান্তর, প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকি কুপনের পুরস্কার বিতরণসহ মেগা-ইভেন্টে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

এসিআই মটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, দেশে কৃষি ক্ষেত্রে আধুনিকতার বিকাশে কৃষকেরা কৃষি যন্ত্র ব্যবহার করে জমি চাষ থেকে শুরু করে, ফসল রোপণ ও মাড়াইয়ের কাজ সহজভাবে করতে সক্ষম হচ্ছে। ফলে দেশে এখন কৃষি বিভাগে অধিক ফলনশীল ধান, গম ও ভুট্টাসহ সব ধরনের ফসল উৎপাদনে উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহারে সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। আজকের এই সোনালিকা ট্রাক্টর হস্তান্তর-এর মাধ্যমে এ অঞ্চল কৃষি ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা, এসিআই মটরসের চিফ বিজনেস অফিসার মো. আসিফ উদ্দীন, বিশিষ্ট সংগীতশিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি, এসিআই মটরস্ দিনাজপুরের ডিলার মেসার্স জাফর ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. আরসাদ আলী খানসহ এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন জেলার ডিলারগণ। 

আয়োজকরা জানান, সোনালীকা ট্রাক্টর এর সাথে দীর্ঘ ১৮ বছরের যাত্রায় দেশের কৃষি যান্ত্রিকীকরণে এ সি আই মটরস লিমিটেড উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের ট্রাক্টর মার্কেটে ৫০ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার নিয়ে নেতৃত্ব ধরে রেখেছে। তাদের এই বিশেষ আয়োজনের অন্যতম উদ্দেশ্য দেশের কৃষিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করা। 

এসিআই কর্তৃপক্ষ বলেন, কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড বলা হলেও সারাদেশে কৃষি খাতে উদ্যম এবং উৎসাহের ঘাটতি এখনও লক্ষণীয়। তাই দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকদের উদ্দীপনা সৃষ্টির ধারাবাহিকতায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি তুলে ধরাই মূল লক্ষ্য। 

বক্তারা বলেন ভবিষ্যতেও কৃষকদের উন্নয়ন ও কৃষির আধুনিকীকরণের এই ঐতিহাসিক অভিযাত্রায় এসিআই মটরস্ লিমিটেড নিবেদিত থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নভেম্বরে গণভোট আয়োজনসহ ইসিতে ১৮ দফা সুপারিশ জামায়াতের
ভারত সিরিজ দিয়ে ফিরছেন অধিনায়ক বাভুমা
সরকারি তেল কোম্পানি এসএওসিএল’র ১১৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে রুশ বাহিনী অবস্থান নিয়েছে: জেলেনস্কি
ইসরাইলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের তিন নেতা কারাগারে
মেহেরপুরের দেড়শ বছরের ঐতিহ্য ‘সাবিত্রী ’ মিষ্টি
নওগাঁয় আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা
১০