
রাজশাহী, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ মামলার আসামি মাসুম মণ্ডলকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত যুবক বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথুলি পূর্ব পাড়া গ্রামের ছামসুল আলমের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ওই নারী ঢাকা শহরে থাকাকালে আসামি প্রবাসী মাসুম মণ্ডলের সঙ্গে মোবাইলে দেড় বছর আগে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাসুম দেশে ফিরে গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রামের বাড়িতে গিয়ে ওই নারীকে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
পরবর্তীতে মাসুম ওই নারীকে জাল দলিল প্রস্তুত করে মিথ্যা বিয়ের অনুষ্ঠান করার মাধ্যমে স্ত্রীর মর্যাদা দিয়ে গাজীপুরে ভাড়া বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে। এ অবস্থায় ওই নারী গর্ভবতী হলে আসামি জানতে পেরে তাকে রেখে পালিয়ে আসে। পরে ওই নারী মাসুমের শিবগঞ্জের স্থায়ী বাসায় গিয়ে তার স্ত্রীর মর্যাদা চাইলে মাসুম তাকে মারধর করে বাসা থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে নিরুপায় হয়ে আদালতে নালিশ করলে আদালত শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা নেওয়ার আদেশ প্রদান করেন।
পরে শিবগঞ্জ থানায় মাসুম মণ্ডলকে আসামি করে ধর্ষণ মামলা হয়। এরপর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে সদর কোম্পানি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে আসামি মাসুম রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর এলাকায় অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে রাজশাহীর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।