
দিনাজপুর, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিনাজপুরে ‘হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল অথবা নির্গত বর্জ্য নিষ্কাশনে পরিবেশের ওপর প্রভাব ও দূষণ নিয়ন্ত্রণ করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে দিনাজপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে এ সেমিনারটি হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, আমাদের দেশে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সিস্টেমের দুর্বলতা ও সচেতনতার অভাব রয়েছে। বিষয়গুলো চিহ্নিত করে পরিবেশ রক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে বায়ু দূষণ একটি বড় সমস্যা। শিল্প উৎপাদনে নির্গত বর্জ্য পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। এতে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া মাটি দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে সবাইকে একসঙ্গে পরিবেশ দূষণ রোধে কাজ করতে হবে।
দিনাজপুর বিসিক কার্যালয়ের উপ মহা-ব্যবস্থাপক মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বিসিক ঢাকার উপকরণ শাখার উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী মো. সামিউল ইসলাম, বিসিক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. জাফর বায়জীদ।
বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক চারু চন্দ্র বর্মন বিষয়বস্তুর উপর আলোকপাত করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব এগ্রোফরেস্ট্রি এন্ড ইনভাইরনমেন্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমান।
মুক্ত আলোচনায় অংশ নেন পরিবেশ দপ্তরের সহকারী পরিচালক প্রভাতি রানী, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান বাবু, উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এর রাশেদ উল ইসলাম, চেম্বারের পরিচালক মোর্শেদ সুমন, বিএসটিআই জেলা কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও পাটোয়ারী বিজনেস হাউজ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিক জেলা কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।