বুদ্ধের শিক্ষা-সকল জীবের জন্য এক বিশ্বজনীন সত্য : প্রধান উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৮:৫০
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বুদ্ধের শিক্ষা-সকল জীবের প্রতি মৈত্রী ও করুণা, সীমান্ত, বর্ণ ও ধর্মের ঊর্ধ্বে গিয়ে এক বিশ্বজনীন সত্য। 
   
আগামীকাল ‘রাজবন বিহারের কঠিন চীবর দান’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি বলেন, আজকের অস্থির বিশ্বে বুদ্ধের শিক্ষা মানবতার জন্য দিকনির্দেশনা। সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এর প্রাসঙ্গিকতা আজ আরও গভীরভাবে তাৎপর্যপূর্ণ। টেকসই মানবকল্যাণ ও উন্নয়নের জন্য সহমর্মিতা, সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রয়োজন যা কঠিন চীবর দান মহোৎসবের মাধ্যমে অর্জন করা সম্ভব।

প্রধান উপদেষ্টা বলেন, ‘রাঙামাটির রাজবন বিহারের কঠিন চীবর দান উৎসব উপলক্ষ্যে বিহারের বৌদ্ধসহ অন্যান্য সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি এই মহোৎসবে সমবেত ভিক্ষু সংঘ ও সকল পূণ্যার্থীকে নিরন্তর শুভেচ্ছা জানাই। একইসাথে, এ স্মরণিকা প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানাই।’

তিনি বলেন, এবছর ৩০ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ৪৯তম কঠিন চীবর দান মহোৎসবে হাজারো পূণ্যার্থী অংশ নেবেন। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরাই নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এতে সমবেত হবেন।

প্রধান উপদেষ্টা বলেন, রাঙামাটি রাজবন বিহারের কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। কঠিন চীবর দান শুধু একটি ধর্মীয় আচার নয়; এটি দানশীলতা, সংযম ও মানবকল্যাণের এক মহোৎসব। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী ভিক্ষুদের বর্ষাব্রত-শৃঙ্খলা, ধ্যান ও প্রজ্ঞার এক নিবিড় সাধনা। এর সমাপ্তি ঘটে প্রবারণা পূর্ণিমায়, আর তারপর কার্তিক মাস জুড়ে মহাসমারোহে পালিত হয় কঠিন চীবর দান।

তিনি ‘রাজবন বিহারের কঠিন চীবর দান-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সকল অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ 
ঢাকায় বাস সেবার মানোন্নয়নে টিএফএল মডেল প্রস্তাব ব্রিটিশ বিশেষজ্ঞদের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১৫ বিলিয়ন ডলার
নাটোরে হ্যাকিং ও অনলাইন প্রতারণা রোধে সচেতনতামূলক সভা
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হাইতিতে ঘূর্ণিঝড় মেলিসার প্রভাবে সৃষ্ট বন্যায় নিহত ১০
৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ কাল শুরু
পিএসডিপিসিসি’র ১৫তম সভা অনুষ্ঠিত
‘দুই মাসের মধ্যেই পুঁজিবাজার সংস্কার সম্পন্ন হবে’
সিলেটে নাগরিক ডিজিটাল ডাটাবেজ তৈরি করছে পুলিশ
১০