
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৪৫ জন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ৪৮৭ জন রয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ. এইচ. এম. শাহাদাত হোসাইন আজ এ তথ্য জানান।
তিনি জানান, সারাদেশে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৪৩২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি করে বিদেশি পিস্তল, দেশি পিস্তল, বিদেশি রিভলভার, লোহার ওয়ান শট পিস্তল, একনলা বন্দুক এবং পাইপগান জব্দ করা হয়েছে। এছাড়া দু’টি দেশি শটগান, দু’টি এলজি, ৮ রাউন্ড কার্তুজ এবং ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।