
ঢাকা, ২৯ অক্টোবর ২০২৫ (বাসস) : ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মত আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠলেন ভারতের রোহিত শর্মা।
এছাড়া বাংলাদেশের মধ্যে ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ব্যাটার সৌম্য সরকার ও স্পিনার নাসুম আহমেদের। দু’জনই ২৪ ধাপ করে এগিয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় এগিয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন।
আজ র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২০২ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোহিত। এরমধ্যে শেষ দুই ম্যাচে যথাক্রমে- ৭৩ ও অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন তিনি। এতে সতীর্থ ও অধিনায়ক শুভমান গিলকে সরিয়ে দুই ধাপ এগিয়ে র্যাংকিংয়ের শীর্ষে উঠেন রোহিত। তার রেটিং এখন ৭৮১।
দুই ধাপ পিছিয়ে ৭৪৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন গিল। ৭৬৪ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।
এদিকে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ৪৫ ও ৯১ রানের ইনিংস খেলার সুবাদে ব্যাটারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সৌম্য। ৪৭২ রেটিং নিয়ে ৬২তম স্থানে উঠেছেন তিনি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন তাওহিদ হৃদয়। ৫৬৪ রেটিং নিয়ে ৩৫তম স্থান ধরে রেখেছেন তিনি।
বোলারদের তালিকায় ২৪ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের নাসুমের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে ৪৮৪ রেটিং নিয়ে ৪৭ নম্বরে উঠেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে ৫৪ রানে ৩ উইকেট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন রিশাদ।