
চাঁদপুর, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবনের ক্ষতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলায় আজ একশ’ জন মোটরসাইকেল চালককে বিনামূল্যে হেলমেট প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ অফিস সম্মুখে এবং ওয়ারলেস এলাকার ফরিদগঞ্জ- রায়পুর সড়কের মাথায় কাগজপত্র যাচাই বাছাই করে চাঁদপুর সড়ক বিভাগের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মধ্যে এসব হেলমেট বিতরণ করা হয়।
চাঁদপুর সড়ক ও জনপথ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন এসব হেলমেট বিতরণ করেন।
এ সময় বিআরটিএ -এর পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন হোসেন, চাঁদপুর সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও শাহিন হোসেন উপস্থিত ছিলেন।