চীনে মার্কিন তৈরি এআই চিপ বিক্রির অনুমতি দিতে হবে : এনভিডিয়া প্রধান

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৪:৫৩

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, সিলিকন ভ্যালির কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদানের ক্ষেত্রে বিশ্বব্যাপী শক্তিধর হিসেবে কাজ করবে, তা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এআই চিপ বিক্রির অনুমতি দিতে হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

হুয়াং কম্পিউটার প্রযুক্তির জন্য ডেভেলপার শব্দটি ব্যবহার করে ওয়াশিংটনে একটি কোম্পানির অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই বিশ্ব আমেরিকান টেক স্ট্যাকের ওপর ভিত্তি করে গড়ে উঠুক।’

চীনে মার্কিন তৈরি এআই চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, ‘কিন্তু তাদের ডেভেলপারদের মন জয় করার জন্য আমাদের চীনেও থাকতে হবে। এমন একটি নীতি—যার ফলে আমেরিকা বিশ্বের অর্ধেক এআই ডেভেলপার হারায়, তা দীর্ঘমেয়াদে লাভজনক নয়। এটি আমাদের আরও বেশি ক্ষতি করছে।’

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যে একটি প্রত্যাশিত বৈঠকের আগে হুয়াং এমন মন্তব্যটি করেন। 

দুই প্রেসিডেন্টের বৈঠকে এআই প্রযুক্তি আলোচনায় থাকবে বলে আশা করা হচ্ছে।

চীনা সরকারের নিষেধাজ্ঞা, জাতীয় নিরাপত্তা উদ্বেগ এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার কারণে বর্তমানে চীনে এনভিডিয়া চিপ বিক্রি হচ্ছে না।

মার্কিন যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার জন্য জাতীয় নিরাপত্তা উদ্বেগ, যেমন— চীনকে সামরিক সুবিধা দেওয়ার ঝুঁকির কথা উল্লেখ করেছে। 

এই ভূ-রাজনৈতিক বন্ধন শিথিল হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

ট্রাম্প প্রশাসন চীনের কাছে এআই চিপ বিক্রির বিষয়ে আরও সূক্ষ্ম পদ্ধতির পক্ষে। তবে, মার্কিন রাজনৈতিক অঙ্গন এআই প্রযুক্তির ওপর কঠোর নিষেধাজ্ঞার পক্ষে।

হুয়াং আশা প্রকাশ করেছেন যে ট্রাম্প নীতি পরিচালনা করতে সাহায্য করতে পারবেন।

তিনি সতর্ক করে বলেন, পদক্ষেপ নেওয়া না হলে, মার্কিন প্রযুক্তি বিশ্বব্যাপী প্রযুক্তি বাজারে আধিপত্য বিস্তার থেকে সঙ্কুচিত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুদ্ধের শিক্ষা-সকল জীবের জন্য এক বিশ্বজনীন সত্য : প্রধান উপদেষ্টা 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৪৩২
স্কুল হ্যান্ডবলের চতুর্থ দিনে জয়ী ভিকারুননিসা, সানিডেল
হামাস নেতারা কোনো দায়মুক্তি পাবে না : ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী
টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ  
ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন ও রিক হক শিকদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট
হালদা নদী থেকে ২০ কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধার
চাঁদপুরে একশ’ জন চালককে বিনামূল্যে হেলমেট প্রদান
বুনিয়াদি প্রশিক্ষণই দক্ষ প্রশাসনের ভিত্তি: খুলনা বিভাগীয় কমিশনার
ভিয়েতনামে রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিহত ৪
১০