‘জেন জি’ উত্যক্তকারীদের ভাষা বুঝতে এআই টুল বানাচ্ছে অস্ট্রেলীয় পুলিশ

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৫:৪৮ আপডেট: : ২৯ অক্টোবর ২০২৫, ১৫:৫৪

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার পুলিশ একটি এআই প্রোটোটাইপ তৈরির বিষয়ে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি এ ধরনের প্রাথমিক বা পরীক্ষামূলক মডেল এটি।

জেন জি-প্রজন্মকে লক্ষ্য করে উত্যক্তকারীদের পাঠানো ভাষা বা ইমোজির ওপর ভিত্তি করে অনলাইন কার্যকলাপ বোঝার ক্ষেত্রে সাহায্য করবে এই টুল। বুধবার অস্ট্রেলীয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা এসব তথ্য জানান। 

সিডনি থেকে এএফপি এ খবর জানায়।

দেশটির ফেডারেল পুলিশ কমিশনার ক্রিসি ব্যারেট বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম হয়রানি, যৌন শোষণ এবং উগ্রবাদের বিচরণক্ষেত্র হয়ে উঠেছে।

তিনি জানান, পুলিশ সফটওয়্যার মাইক্রোসফটের একটি টুল তৈরিতে কাজ করছে। এটি আপাতদৃষ্টিতে সাধারণ ইমোজি ও বার্তার আড়ালে থাকা খারাপ ইঙ্গিত বের করতে পারবে। এই প্রযুক্তির লক্ষ্য হবে আমাদের টিমকে আরো দ্রুত শিশুদের বিপদ থেকে রক্ষা করতে সহায়তা করা।

‘ক্রাইমফ্লুয়েন্সার’ নামে পরিচিত এসব অনলাইন প্ররোচনাকারীর সংখ্যা বাড়ছে বলেও সতর্ক করেছেন এই পুলিশ কর্মকর্তা। ব্যারেট জানান, এরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণ ও প্রান্তিক ব্যবহারকারীদের টার্গেট করে।

তিনি আরো বলেন, ‘এদের কাজই বিশৃঙ্খলা সৃষ্টি এবং অন্যের ক্ষতি করা। তাদের বেশিরভাগ শিকার ১০ থেকে ১২ বছর বয়সী ও টিনএজ কিশোরীরা।’

অস্ট্রেলিয়া আগামী ১০ ডিসেম্বর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বাধ্য করবে ১৬ বছরের নীচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সরাতে।

যদিও বিশ্বজুড়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো যখন সামাজিক যোগাযোগমাধ্যমের ঝুঁকি সামাল দেয়ার চেষ্টা করছে, তখন অস্ট্রেলিয়ার এমন কঠোর বিধিনিষেধ সত্যিই কার্যকর হবে কি না, সেটাই দেখার বিষয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০