শিরোনাম
ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৪ বাসস): জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র মধ্যে গ্যাস বিক্রয় চুক্তি (জিএসএ) পাঁচ বছরের জন্য নবায়ন করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা আগামী ১৭ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
‘গ্যাস বিক্রয় চুক্তি’ আরো পাঁচ বছরের জন্য বর্ধিত করার বিষযে বাংলাদেশ সরকার ও লাফার্জহোলসিম বাংলাদেশ’র মধ্যে যে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা উভয়ের মধ্যে পারষ্পরিক অঙ্গীকার ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।
এই চুক্তির আওতায় সরবরাহকৃত গ্যাস ছাতকের লাফার্জহোলসিমের সুরমা প্ল্যান্টের জন্য অপরিহার্য। সুরমা প্ল্যান্ট বাংলাদেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্ট যেখানে ক্লিংকার, সিমেন্ট ও অ্যাগ্রিগেটস উৎপাদন করা হয়। প্ল্যানটি পণ্য উৎপাদনের জন্য ভারতের মেঘালয়ে অবস্থিত সম্পূর্ণ নিজস্ব খনি থেকে ১৭ কিলোমিটার দীর্ঘ আন্তঃসীমান্ত কনভেয়র বেল্টের মাধ্যমে চুনাপাথর আমদানি করে।