শিরোনাম
ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস): বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে চামড়া ও চামড়াজাত পণ্য খাতের রপ্তানি বাজারের সংযোগ জোরদারে আজ এক প্রি-ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ঢাকার সাভারে অবস্থিত বিসিক ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কনফারেন্স রুমে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) এই ওয়ার্কশপের আয়োজন করে।
ওয়ার্কশপে সেমস গ্লোবালের চিফ কনসালটেন্ট, জাবেদ আহমেদ এবং সেমস গ্লোবালের লিড কনসালটেন্ট কে. এম. রাফিউল মুত্তাকিন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। কর্মশালায় আমিন ট্যানারি লিমিটেড, অ্যাকসেনচার ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস, আঞ্জুমান ট্রেডিং করপোরেশন লিমিটেড, এ/এস লেদার, এবিএস ট্যানারি লিমিটেড, সদর ট্যানারি লিমিটেড, বেক্সওয়্যার ফুটওয়্যার লিমিটেড, ব্লু হরাইজন লিমিটেড, পিকোমা বিডি লিমিটেডসহ চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় ব্যবসায়ীদের সাথে আন্তর্জাতিক ক্রেতাদের সংযোগ স্থাপনের জন্য আগামী ২৪ ও ২৫ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসি সম্মেলন কেন্দ্রে মিট বাংলাদেশ এক্সপো (এমবিএক্স) অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে থাকছে পাঁচটি নির্বাচিত শিল্প খাতের শতাধিক স্থানীয় প্রদর্শনী স্টল, আন্তর্জাতিক ক্রেতা, সম্ভাবনাময় খাতের প্রদর্শনী, ব্রেকআউট সেশন, গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মাধ্যমে প্রদর্শকরা বৈশ্বিক বাজারে প্রবেশ, ব্র্যান্ড দৃশ্যমানতা, জ্ঞান ভাগাভাগি করা এবং সংশ্লিষ্ট খাতের রপ্তানি বৃদ্ধির সুযোগ পাবেন।
এছাড়া নির্বাচিত রপ্তানি গন্তব্য দেশগুলোতে (ইইউ, উত্তর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ইত্যাদি) মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস) আয়োজন, রপ্তানি প্রবৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন, খাতভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং টার্গেট মার্কেটে বিপণনসহ নানাবিধ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।